ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানিয়েছেন, ফরিদপুরে টাকার অভাবে কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। টাকার অভাবে যারা লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়ার দায়িত্ব নিবে ফরিদপুর জেলা প্রশাসক।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে উপজেলা পর্যায়ে বিভিন্ন মানুষের সাথে কোর কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়ে আরও জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী বাহিরে আড্ডারত অবস্থায় দেখতে পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা এনএসআইয়ে’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস , জেলা আনসার ও ভিডিপি’র কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদার ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসক আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস ও টগরবন্দ ইউনিয়নের টিটা ভাসমান সেতু পরিদর্শন করেন।

বার্তাবাজার/রাহা