বিজয়নগরে ধানের কুড়ায় (তুষ) রঙ ও কেমিক্যাল ব্যবহার করে মসলা উৎপাদন করায় আনোয়ার হোসেনকে (৪১) ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় অভিযান চালিয়ে এই কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সাতবর্গ এলাকার দুধ মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, আনোয়ার হোসেন বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় দীর্ঘদিন ধরে ধানের কুঁড়ায় কৃত্রিম রঙ ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া ও হলুদের নকল মশলা তৈরী ও বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বার্তাবাজার/রাহা