লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবশেষ সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ওই এলাকা থেকে দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর আহিদুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ওইদিন দুপুরে শফিকুল এবং সন্ধ্যার দিকে ফজলুল হকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, এই ঘটনায় তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন। তদন্তের দায়িত্বে আছেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এ মমিন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় ১০ জন তীরে আসতে পারলেও তিন কৃষক নদীতে নিখোঁজ হন।

বার্তাবাজার/রাহা