যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ লক্ষিন্দার কুমার দে,শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌‌ লাল্টু মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল,শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,উলশি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,পুটখালি ইউনিয়ানের চেয়ারম্যান আঃ গফাফার সরদার,পুলিশ ও বিজিবি সদস‍্যরা সহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

সভার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে অবৈধ ট্রলি বন্ধ, সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বার্তাবাজার/রাহা