গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার আয়োজনের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিভিন্ন বয়সী মা বোনেরা অংশগ্রহণ করে।
সোমবার (১০ জুলাই) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবের মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও পাবনা আসনের সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন প্রমুখ।
জেলা তথ্য আপার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত মা ও বোনেরা তাদের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সক্রিয় অংশগ্রহণের জন্য নিজেরা আবদ্ধ হন।
বার্তাবাজার/রাহা