লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী পাড় হওয়ার সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী মোড় এলাকায় তিস্তা নদীতে এই ঘটনা ঘটে।নিখোঁজ হওয়া তিনজনকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ওই উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

স্থানীয়রা জানান, আজ সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক তিস্তা নদী পাড় হয়ে শ্রমিকের কাজে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ১০ জন তীরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ রয়েছেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, হাতীবান্ধায় ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ডুবুরীদল তিনজনকে উদ্ধারে কাজ করছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুসা মিয়া বলেন, খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে এসেছি। পাশাপাশি তৎক্ষনাৎ স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিই। নৌকা দিয়ে তিস্তা নদী পাড়াপাড়ের সময় নৌকাডুবি’র ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় সবাই উঠে আসলেও বাকি তিনজন নিখোঁজ হয়েছে।

বার্তাবাজার/এম আই