ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকালে উপজেলার বেড়িরহাট বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন। সম্মেলনের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স ম হেমায়েত আরিফ কলিন্স ও বিশেষ বক্তা ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া।
এসময় পাঁচুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ শিকদার রিপন, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন মাস্টার, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামাল হোসেন, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক ইনামুল হক, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা নওফেল আহমেদ ও বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব ইসলাম প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন বার্তা বাজার’কে জানান, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাঁচুড়িয়া ইউপি ত্রি-বার্ষিক সম্মেলনে তৃণমূল থেকে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর নাম প্রস্তাব পাওয়া গেছে। প্রার্থীদের সম্পর্কে যাচাই-বাছাই করে খুব শীঘ্রই পাঁচুড়িয়া ইউপি স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে।’
বার্তাবাজার/এম আই