কুষ্টিয়ায় কুমারখালীতে একশো গ্রাম গাঁজাসহ আনারুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার সময় কুমারখালী সদকী ইউনিয়নের চর আগ্ৰাকুন্ডু গ্ৰাম থেকে তাকে গ্রেফতার করা হয়। চরসাদীপুর গ্ৰামের ছবেত আলীর ছেলে আনারুল ইসলাম।
অপরদিকে কুমারখালী থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করে, জেল হাজতে প্রেরণ করেছে। ওয়ারেন্ট ভুক্ত আসামিরা হলেন, বাঁশগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে মোঃ চুন্নু শেখ(৩৮), পিতাম্বরবশী গ্ৰামের মোজাহার শেখের ছেলে শেখেল শেখ (২৮), ভাঁড়রা গ্ৰামের জসিম আলীর স্ত্রী সালেহা খাতুন, গোবরা গ্ৰামের মজিবর রহমানের ছেলে আবু বক্কর, ছেউড়িয়া গ্ৰামের আব্দুল আজিজ এর ছেলে টিটু আলী,
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী কে আটক করে বৃহস্পতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই সময়ে গ্ৰেফতারকৃত বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ছয় জন আসামিকে কোর্টে প্রেরণ করা হয়।
বার্তা বাজার/জে আই