ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাঁচা মরিচ অতিরিক্ত দামে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে এক পাইকারি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ জুলাই রবিবার বিকালে পৌর শহরের সবজি বাজারে অভিযান পরিচালনা  করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রশান্ত চক্রবর্তী।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত কাঁচা মরিচের দাম অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিলেন পাইকারি ও খুচরা বিক্রিতারা।  এই অভিযোগে আজ বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালানো হয়।  এ সময় অতিরক্তি দামে কাঁচা মরিচ বিক্রি ও ক্রয়ের রশিদ দেখাতে না পাড়ায় লোকনাথ সবজি ভান্ডার নামে এক সবজি আড়ৎদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ক্রয় ও বিক্রির রশিদ দেখাতে না পাড়ায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

 

ই.এক্স/ও.আর/বার্তা বাজার