জয়পুরহাটের আক্কেলপুরে (পিজি) প্রডিউসার গ্রুপ খামারীদের নিয়ে দেশী মুরগির উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের পিজি সদস্যদের নিয়ে একদিনের এই প্রশিক্ষণে দেশী জাতীয় মুরগির সঠিক লালন পালন ও পরিচর্যার মাধ্যমে সাবলম্বি হওয়ার বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এসময় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম রাসেল এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তহুরা ইয়াসমিন। প্রশিক্ষণে ভান্ডারিপাড়া গ্রামের ৩০ জন নারী খামারি অংশ নেন।

আব্দুল আলীম ক্ষুদ্র সেড তৈরির মাধ্যমে দেশী মুরগি লালন পালনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রাণিসম্পদ দপ্তর জানায় ভান্ডরীপাড়া গ্রামের ১শ’২০ জন নারীকে সেড তৈরির জন্য ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

বার্তাবাজার/এম আই