ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিদ্যানিকেতন স্কুলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই।

রবিবার দিনভর সেই পুরনো দিনেরই স্মৃতিচারণ করলেন কবি নজরুল বিদ্যানিকেতন’র প্রাক্তন শিক্ষার্থীরা। ২০১৫ সাল থেকে ২০২২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে হারিয়ে যায় সেই পুরনো দিনে। নানান বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল।

খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

প্রাণের ক্যাম্পাসে প্রিয় বন্ধুর সঙ্গে আবার দেখা। ফের ফিরে এল সেই আনন্দের দিন। তাইতো ভোরের সূর্য উদিত হতেই বিদ্যালয়ের দিকে ছুটেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত সবাই। ‘আর একটিবার আয়রে সখা, প্রাণের মাঝে আয়…’ এই আহ্বানে রবিবার দিনভর কবি নজরুল বিদ্যানিকেতন ক্যাম্পাস ছিল উৎসবে উত্তাল। বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উপলক্ষে এত আয়োজন।

এর আগে সকালে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম পুনর্মিলনী উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব এটিএম মনিরুজ্জামান।

প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোঃ আব্দুল মতিন (মতি চাচা), বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক, জনাব মোঃ হযরত আলী মহোদয়, প্রধান শিক্ষক, নগরচড়া প্রাথমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমান গণি কুসুম, কাউন্সিলর ১নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

বার্তা বাজার/ জহিরুল ইসলাম