শেষ মুহুর্তে কোরবানির পশুর হাট গুলোতে বেচা কেনা জমজমাট। হাটের ভিতরে হেটে যাওয়াই যেন দুস্কর। তবু ও পশু বেচা কেনা করতে মানুষের ভীরে সরগরম হাট গুলো।

পবিত্র ঈদ উল আযহার বাকী মাত্র একদিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার ২৯ জুন অনুষ্ঠিত হবে মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান।আর এই শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার প্রচুর সমাগম হচ্ছে হাটগুলোতে। কোন কোন হাটের ভিতরের যায়গার সংকট থাকায় রাস্তার দু ধারে চলছে পশু বেচা কেনা।এবারের ঈদের হাটে ক্রেতারা বলছেন বাজার খুব চড়া আর যারা বিক্রেতা তারা আবার উল্টো করে বলছেন বাজার হালকা।তবে এদের মধ্যে যাদের পশু পছন্দ হচ্চে তারা কিনছেন আর যারা চাহিদা অনুযায়ী মুল্য পাচ্ছেন না তারা পশু নিয়ে বাসায় ফিরছেন।

কয়েক জন বিক্রেতা আক্ষেপ করে জানান, বর্তমানে গোখাদ্যের দাম দ্বিগুনের বেশী তাতে করে লাভের পরিবর্তে ক্ষতি হচ্ছে আমাদের। বাজারে ঘুরে দেখা যায় ছোট ও মাঝারি গরুর চাহিদা অনেক বেশী আর বড় আকারের গরু গুলোর চাহিদা কম। বাজার গুলোতে আইনশৃংখলা বাহিনী তাদের চেকপোস্ট বসিয়ে ক্রেতা বিক্রেতাদের সহযোগিতা করছে। দালাল বিহীন হাট বসায় ক্রেতা বিক্রেতা উভয়ে পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বার্তা বাজার/জে আই