বগুড়া ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করেছে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি (১৯)। ছুরিকাঘাতে গুরুতর আহত শফিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের মৃত নেফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২ জুন বৃহস্পতিবার সকালে বাবা শফিকুল ইসলামের কাছে মোটরসাইকেল কেনার বায়না ধরে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি। তার বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করায় রাগান্বিত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবাকে আঘাত করে রাব্বি। তাৎক্ষণিক স্বজন ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।
গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুরিকাঘাতের বিষয়টি আমি অবগত নই।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, আমরা বিষয়টির খবর পেয়ে হাসপাতালে খোঁজ নিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এম আই