কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকার সাভারে কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২০ জুন) সাভার উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। এই মেলা আগামী বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত চলবে।

মেলা উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বর্নাঢ্য র‍্যালি সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মরিয়ম খাতুন প্রমুখসহ অন্যরা।

পরে, ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেলায় কয়েকটি স্টল বসে। এসব স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব এবং ইউএনও মো: মাজহারুল ইসলাম।

এ সময় মঞ্জরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গীকার হলো পতিত জমির সর্বোত্তম ব্যবহার। আমাদের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। যার যার বাড়ির পতিত জমিতে নিজেরা বিভিন্ন শাক-সব্জি ফলালে সেটা আর্থিক সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যিক ভাবেও লাভবান হওয়া যাবে।

বার্তাবাজার/রাহা