টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে মির্জাপুর পৌরসভা-২ একাদশ দল।

শনিবার (১৭ জুন) বিকেলে পৌর সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মির্জাপুর পৌরসভা-২ ও আনাইতারা ইউনিয়ন অংশ নেয়। খেলার দ্বিতীয়ার্ধে ১ গোল করে ফাইনালে বিজয়ী হয় মির্জাপুর পৌরসভা-২ দল।

ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল জলিল মিয়া, সুমন হক, আলী আজম সিদ্দিকী, শামীম খান, আনোয়ার হোসেন, তাপস সাহা, দুলাল মিয়া, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

বার্তাবাজার/এম আই