ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট এবং আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ জুন) ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকা এবং আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ডিবি উত্তর এর পৃথক দুই অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ী হলো, আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মৃত আব্দুল দুলালের পুত্র মোঃ বকুল মাদবর (৩৫) এবং ব্রাম্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া এলাকার মৃত আলী আজমের কন্যা রাবেয়া ইসলাম রাবু (৪১)।

বার্তা বাজারকে ডিবি উত্তর এর ওসি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল সাভার ও আশুলিয়ায় আমাদের দুইটি টিম অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আমাদের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহাদাত এর একটি টিম সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ আসামি রাবেয়া ইসলাম রাবুকে গ্রেফতার করে। পরে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম (পিপিএম) এর আরেকটি টিম আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ী এলাকা থেকে আসামী মোঃ বকুল মাদবরকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতার ওই দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি’র ওসি মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

বার্তাবাজার/এম আই