‘বাহুবলি’ নায়ক প্রভাস অভিনীত সিনেমা ‘আদিপুরুষ মুক্তি পায় আজ। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেখার পর ভালোলাগা ও মন্দলাগা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউ লিখছেন অনেকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক ব্যক্তি ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে মারধরের শিকার হয়েছেন। প্রভাস ভক্তরা তার উপর আক্রমণ করেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে জানানো হয় সমালোচক ব্যক্তিটি বলেন— প্রভাসের সঙ্গে এটি ঠিক যায় না। ‘বাহুবলি’ সিনেমায় প্রভাস ছিলেন একজন রাজার মতো, তার ছিল রাজকীয়তাও। ‘আদিপুরুষ’ সিনেমায় ওম রাউত প্রভাসকে ঠিকমতো দেখাতে পারেননি। এসব কথা শেষ হওয়ার পরই আশেপাশের লোকজন তাকে মারধর করেন।

এ ভিডিওতে দেখা যায়, সমালোচক ব্যক্তিটি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। তার চারপাশে অনেক মানুষ। কিছুক্ষণ পর কয়েকজন লোক তেড়ে গিয়ে তাকে মারধর করতে থাকেন। তারপর মধ্য বয়সী এক ব্যক্তির সঙ্গে লোকটির তর্কাতর্কি শুরু হয়। এ বাগবিতণ্ডায় ‘আদিপুরুষ’ সিনেমার নাম বলতে শোনা যায়।

ভিডিওটি শেয়ার করে অনেকেই লিখেছেন— ‘‘প্রভাসের ভক্তরা এক ব্যক্তিকে মারধর করেছেন। কারণ ওই ব্যক্তি প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে নেতিবাচক রিভিউ দিয়েছেন।’’

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে আছেন কৃতি স্যানন। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

বার্তাবাজার/এম আই