বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, “এখন আর কোন দফারফা নয়। এখন দাবি একটাই, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এখন আর বামে-ডানে তাকানোর সময় নাই।
বুধবার (১৪ জুন) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ” সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা এমন কেউ নেই যে এ সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হয়নি। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়া, মামুনুল হকসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান নুরুলহক নুর।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, “ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা জানতে চাই, আপনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন বিদেশে ধর্না ধরে বেড়ায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য? কে ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আপনারা কেন ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের পিছনে ঘোরেন? অনতিবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, খালেদা জিয়াসহ সকল রাজবন্দী ও আলেমওলামাদের মুক্তি দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণ যাচ্ছে না, কিন্তু ইভিএমের কারসাজিতে ৫০% ভোটার উপস্থিতি দেখানো হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার প্রার্থী ইন্তেকাল করেছে কিনা জানতে চায়। আমরা জানতে চাই, আপনারা বিবেক ইন্তেকাল করছে না বেঁচে আছে?
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম সদস্যসচিব ফাতেমা তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের যুগ্ম হাসান আল মামুন, ফারুক হাসান,সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিলউজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ড মালেক ফরাজী, কর্নেল (অব)মিয়া মশিউজ্জামান সহকারি আহবায়ক সাকিব হোসাইন যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান,শামসুদ্দিন, মহানগর উত্তরের সদস্যসচিব জিয়া, দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।
বার্তাবাজার/এম আই