বিএনপি’র অপরাজনীতি, আগুন সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৬ জুন ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট। ওই জনসভা সফল করার লক্ষ্যে সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা আগামী ১৬ জুনের ১৪ দলীয় জোটের জনসভায় সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় নেতাকর্মীদের কাছে মাইক প্রদান করা হলে তারাও জনসভায় লোক সমাগম সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। নেতা ও কর্মীদের মাঝে সরাসরি এধরণের আলাপচারিতায় প্রস্তুতি সভা সুন্দরভাবে সম্পন্ন হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখসহ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং এর অন্তর্গত সাভার উপজেলা সহ বিভিন্ন থানা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তা বাজার/জে আই