ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রোববার রাত ৯টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে মোঃ সাব্বির হাসান জনি (২৬) কে দুইশত পিস ইয়াবা সহ গ্রেফতার করে ডিবি’র উপ-পরিদর্শক মোহাম্মদ শাহাদাত এর একটি টিম।
বার্তা বাজারকে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১১ জুন রাত ৯.৫০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় এস আই মোহাম্মদ শাহাদাত এর একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করেন। এসময় দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি মোঃ সাব্বির হাসান জনিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। সে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকার মৃত জাহিদুল ইসলাম জাগন মন্ডলের ছেলে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম আই