‘কাউকে পিছনে ফেলে নয়! দেশের সকল অনগ্রসর অংশকে উন্নয়নমুখী তথা ‘সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবনমানোন্নয়ন উন্নয়ন’কল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিটিএলপি) এর প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরের ২৯২টি ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের পরিবারের মাঝে ভেড়া, গৃহ নির্মাণ, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মুক্তমে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবু কুমার সাহা। এছাড়াও প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ।
ডা.তাওহীদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. রেহেনা পারভীন, উপজেলা ডেইরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা কৃষকলীগ সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ২৯২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সুফলভোগীদের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুঁটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়।
এছাড়াও ওই সকল সুফলভোগীরা আগামী একবছরের জন্য ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ জানিয়েছেন।
বার্তাবাজার/এম আই