বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষার্থীদের জন্য “কৃষি পণ্যের ছবি প্রক্রিয়া (ইমেজ প্রসেসিং) ও বর্ণালী বিশ্লেষণ” শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের প্রিসিশন ল্যাবের সভা কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ বাকৃবি কর্তৃক কর্মশালাটি আয়োজিত হয়। “শস্য ক্ষেতে রোগ নিয়ন্ত্রণ করার জন্য সেন্সর নির্ভর কেমিক্যাল ছিটানোর প্রক্রিয়া” প্রকল্পের অংশ হিসেবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটির কোর্স-কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মোঃ হামিদুল ইসলামসহ বিভিন্ন বর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা কর্মশালাটিতে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইমেজ প্রসেসিং এর একেবারে মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। আধুনিক যুগের স্বয়ংক্রিয় মেশিনের প্রায় সকল কাজেই ইমেজ প্রসেসিং পদ্ধতি ব্যবহার করা হয়। এর সাহায্যে যেকোনো যন্ত্র কম্পিউটারের মাধ্যমে যেকোনো বস্তু শনাক্ত করা এবং পার্থক্য তৈরি করতে পারে। শিক্ষার্থীদের যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রাংশ ব্যবহার এবং সেটা সঠিকভাবে কাজে লাগানোর বুনিয়াদি শিক্ষা প্রদান করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে ড.আনিসুর রহমান বলেন, কৃষি পন্যের রোপনের জন্য সঠিক বীজ বাছাই থেকে শুরু করে রোগ নির্ণয়, বাছাই করা, অঙ্কুরোদগম ক্ষমতাসহ উৎপাদন পরবর্তী প্রায় সকল কাজেই ইমেজ প্রসেসিং আধুনিক ও সহজ প্রযুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। এর মাধ্যমে সহজে ও নির্ভুলভাবে কৃষি পণ্য উৎপাদন এবং তার পরবর্তী কাজ করা সম্ভব। কৃষি ক্ষেত্রে কৃষি পণ্যের গ্রেডিং, বাছাই ইত্যাদি প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীরা যাতে মানানসই ছবি যাচাই বাছাই করতে পারে এই উদ্দেশ্যেই মূলত এই কর্মশালা। কর্মশালা শেষে শিক্ষার্থীরা কৃষি পণ্যের ছবি বিশ্লষণ করে পণ্যের আকার- আকৃতি, রঙ, গুনগত মান ইত্যাদি যাচাই বাছাই সহজে করতে পারবেন। ফলে সর্বোচ্চ উৎপাদন ও সর্বনিম্ন খরচে গ্রাহক পর্যায়ে উন্নতমানের পণ্য সরবরাহ করা সম্ভব হবে।

বার্তাবাজার/এম আই