পটুয়াখালীর ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
শুক্রবার (৯ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নে বি এম শাহজাহান পারভেজ, দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে মোঃ তুহিন এবং ৫ নং শ্রীরামপুর ইউনিয়নে মোঃ আমিনুল ইসলাম ছালাম মৃধা।
জানা গেছে, এই তিনটি ইউনিয়নে নৌকা প্রতীক পাবার জন্য প্রায় ডজন খানেক আওয়ামী লীগের নেতারা আবেদন করেন। তবে যাচাই বাছাইয়ের পর এই তিনজনকে মনোনীত করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
উল্লেখ্য, গত ৩১ মে দুমকির ২ নং লেবুখালী ও ৫ নং শ্রীরামপুর এবং ৫ জুন পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী এই তিনটি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং আগামী ১৭ জুলাই ভোট গ্রহণের তারিখ। এছাড়া তিনটি ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এম আই