অবশেষে এআর প্রযুক্তির হেডসেট উন্মোচন করেছে অ্যাপল। ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি চোখ ও আঙুলের নড়াচড়ার মাধ্যমে ব্যবহার করা যাবে।

ফলে হেডসেটটিতে চালু থাকা যেকোনো অ্যাপ, ছবি বা ভিডিও সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বাস্তব জীবনকে এআর প্রযুক্তিতে রূপান্তরের জন্য হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে এম-২ ও আর-১ প্রসেসর। এর দাম ৩৫০০ ডলার। আগামী বছরের শুরুতে হেডসেটটি বাজারে আসবে।

 

অ্যাপলের সিইও টিম কুক জানান, লঞ্চ হতে যাওয়া অ্যাপলের নতুন হেডসেটটি বাস্তব এবং ভার্চুয়াল উভয় জগতের মধ্যে নির্বিঘ্নে মিশে যেতে পারবে।

 

২০১৫ সালে অ্যাপল ওয়াচ চালু হওয়ার পর থেকে তাদের পণ্য তালিকায় যুক্ত হলো অ্যাপলের আরও একটি পণ্য। এই হেডসেটটির ব্যাটারি লাইফ পাওয়া যাবে দুই ঘণ্টা। আগামী বছরের শুরুর দিকে ভিশন প্রো যুক্তরাষ্ট্রের বাজারে, পরে বিশ্বের অন্যান্য স্থানে পাওয়া যেতে পারে।

 

ই.এক্স/ও.আর/বার্তা বাজার