নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহ আলম (২৫) নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল চালক তোফাজ্জল (৪৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ত্রিনালী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম একই ইউনিয়নের ফারংপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ১ নং বালু মহালের ফারংপাড়া থেকে লরিটি বালু ভরে দুর্গাপুরের দিকে আসতেছিলো। এ সময় তোফাজ্জল তার মোটরসাইকেল নিয়েও দুর্গাপুরের দিকে আসছিলো। একই রাস্তা দিয়ে দুর্গাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ফারংপাড়ায় আসতেছিলো শাহ আলম। পথে ত্রিনালী নামক স্থানে দুটি মোটরসাইকেল বেপরোয়া লরির সাথে সংঘর্ষ লেগে রাস্তার নিচে পড়ে যাই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরন করে এবং তোফাজ্জলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানায়ীরা ফারংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বালুবাহী গাড়ি চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই শফিউল আলম জানান, এ ঘটনায় ঘাতক লরিটি জব্দ ও এর চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এম আই