কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশী G3 রাইফেল, দুইটি টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলিসহ মোঃ হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) উসমান গনি।

তিনি জানান, গত তিন দিন ধরে টেকনাফ থানা পুলিশ বিভিন্ন এলাকায় চেক পোস্ট স্থাপন করে সাড়াঁশি অভিযান পরিচালনা কালে পৌরসভার পুরাতন বাস স্টেশন প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। এসময় সুপারির বস্তা ভর্তি একটি অটো রিক্সা (সিএনজি) তল্লাশীকালে বস্তার ভেতর থেকে প্লাস্টিক মুড়ানো ২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও একটি বিদেশী G3 রাইফেলসহ মোঃ হেলাল উদ্দিনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মহেশখালী উপজেলার ধলঘাটা, পন্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে মুহাম্মদ জুয়েল রানা কৌশলে পালিয়ে যায়।

পলাতক ও ধৃত আসামীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।