ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওয়াপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও সদর ইউনিয়নের ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে রাজু শেখ (২২)। তাঁরা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।
নিহত হুসাইন মিয়া চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করতেন, ছুটিতে বাড়িতে এসেছিলেন। আর রাজু শেখ স্থানীয় একটি কলেজে এইচএসসিতে পড়ালেখা করতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তারা দু’জন একটি মোটরসাইকেল যোগে বোয়ালমারী থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী লোকাল বাস তাদের চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে রাত ৮টার দিকে থানায় ছুটে যান নিহতদের স্বজনরা। এদিকে তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ মা ও পরিবারের সদস্যরা। নিহতদের স্বজন শিউলী বেগম বলেন, ‘ওরা দুই ভাই মোটরসাইকেল নিয়ে বোয়ালমারী ঘুরতে বের হয়েছিল। বাড়ি ফেরার পথে একটি বাস ওদের চাপা দেয়।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ‘বাসচাপায় দুই যুবক নিহত হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতদের পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’