কিশোরগঞ্জে পাচারের সময় ভারতীয় ২৩০ বস্তা চোরাই চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।এসময় দুজনকে আটক করা হয়।

শুক্রবার (১৪ জুন) সকালে শহরের নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে পুলিশ।

আটকৃত দুজন হলেন,শহরের মনিপুরঘাট এলাকার আবু সিদ্দিকের ছেলে রাতুল (২৮) ও পূর্ব তারাপাশা এলাকার তোফাজ্জলের ছেলে রাজিব (২২)।

পুলিশ জানায়,করিমগঞ্জ উপজেলার চামড়া ঘাট থেকে ভোরে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক শহরের নগুয়া তালতলা এলাকায় প্রবেশ করে।গোপন সংবাদের ভিত্তিতে আমরা সকাল ৬টার দিকে সেখানে অভিযান চালাই।
এ সময় ভারতীয় চিনিবোঝাই ট্রাকটি জব্দসহ চালক রাতুল ও হেলপার রাজিবকে আটক করা হয়।তবে ট্রাকের মালামালের অবস্থা দেখে মনে হয়েছে চিনির কিছু বস্তা সরিয়ে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।