গাইবান্ধায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর গাড়ির ধাক্কায় বল্লমঝাড় কোমরপুর নামক স্থানে রহিমা নামের এক বৃদ্ধা (৭৫) হয়েছে।এই ঘটনায় চালকসহ গাড়ি আটক করেছেন সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রহিমা বল্লমঝাড় ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কোমরপুর গ্রামের আবু মণ্ডলের স্ত্রী । ওই বৃদ্ধা বল্লমঝাড় ইউনিয়নের কোমর পুর নামক স্থানের যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা ভবনের পাশে থাকা গাইবান্ধা- পলাশবাড়ী সড়ক দিয়ে সকাল ১০ টার দিকে সড়ক পারাপারের সময় এই গাড়িটি স্ব- জোরে তাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। এরপর সেখানে স্থানীয়রা ছুটে এসে ভিড় করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ ড্রাইভারকে আউট করেন।আটককৃত গাড়িটি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর গাড়ি ও ড্রাইভার টাঙ্গাইল কোরটিয়া কাজীবাড়ি গ্রামের নুরুল ইসলাম এর ছেলে শহিদুল ইসলাম।
তবে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ঘটনা স্থল থেকে সটকে পড়েন।

স্থানীয়রা আরো জানায়, গাড়ির গতি যে অনুযায়ী হওয়া দরকার তার থেকে অধিকতর দ্রুতগতিতে যাচ্ছিল। মূলত এজন্যই দুর্ঘটনাটি ঘটেছে।

তবে এ বিষয়ে ওই ইউনিয়নের ইউপি সদস্য বিপুল মিয়া জানান, গাড়ি জব্দ ও ড্রাইভারকে আটক করা হলেও পুলিশ নির্বাহী প্রকৌশলী আটক করতে পারে নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ সাথে কথা বললে তিনি জানান, গাড়ি জব্দ ড্রাইভারকে আটক করা হয়েছে তবে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে খুঁজে পাওয়া যায় নি।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।