টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের বদলির আদেশ ফেরানোর চেষ্টায় অবৈধ মাটি ব্যবসায়ীরা সাধারণ জনগণ নিয়ে মানববন্ধন করেছে।
উপজেলা প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই উপজেলা পরিষদ চত্বরে সোমবার (৫ জুন) সকালে এ মানববন্ধন হয়।
অবৈধ মাটি খেকো ও ইউনিয়ন ভূমি উপ-সহকারীদের নিজস্ব অর্থায়নে ব্যানার, ফেস্টুন তৈরির মাধ্যমে এ মানববন্ধন কর্মসূচি বলে জানা যায়। তবে মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে মির্জাপুরবাসীর নাম উল্লেখ করা হয়েছে। সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী একাধিকজনের সাথে কথা বলে জানা যায়, এই এসিল্যান্ড তাদের ঘর তৈরি করে দিয়েছে কিন্তু তার হঠাৎ বদলির আদেশ হয়েছে এজন্য আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করাটা জরুরী এমনটিই বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বলায় আমরা মানববন্ধনে এসেছি!
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, মাটি ব্যবাসায়ীদের দিয়ে বেআইনিভাবে এই মানববন্ধন করিয়েছেন এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল। আমি মানববন্ধনের বিষয়টি জানার পর পিয়ন দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। সরকারি আদেশে তাকে বদলি করা হয়েছে তার বিদায় নেয়া উচিত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়ে আমি অবগত ছিলাম না। কেউ আমার কাছ থেকে অনুমতিও নেয়নি।
বার্তাবাজার/এম আই