ঢাকার সাভার উপজেলাধীন আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন আনুমানিক সাড়ে তিন কোটি টাকা মূল্যমানের ২৯.৬৮ শতাংশ বেদখলকৃত সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পরিমাণ জমি উদ্ধার করেন।

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস এবং এস এ ১নং দাগ থেকে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ যা সি এস, এস এ, আর এস এবং বি আর এস এই চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি। উক্ত জমি আজ (বৃহস্পতিবার) সরেজমিন উদ্ধার করে সরকারের দখলে ও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও জানান, জমি উদ্ধার করে ঢাকার জেলা প্রশাসক মহোদয়ের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

 

বার্তা বাজার/এইচএসএস