ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে বুথে প্রবেশ করার অপরাধে আটক হওয়া এক কিশোরীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার বেলা ১২.৪০ মিনিটে উপজেলার স্বল্প নোওয়াগাও এলাকার স্বল্প নোওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিকদের সামনে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মো. ইকবাল হোসেন পিতা ইব্রাহিম মিয়া নামে এক কিশোর কেন্দ্রে পোলিং অফিসারদের সামনে জালভোট দেয়ার জন্য যায়। এসময় ভোটার সিরিয়াল নাম্বার আইডি নম্বরের সাথে বয়স ও ছবির মিল না পাওয়ায় কিশোরটিকে সাংবাদিকদের সন্দেহ হলে প্রিজাইডিং অফিসার মোঃ নুর আলীকে অবহিত করলে তিনি কিশোরটিকে কোন কিছু জিজ্ঞাসাবাদ না করে ছেলেটিকে ছেরে দেন। এসময় কেন্দ্রে থাকা পুলিশ সদস্যরাও ছিল নিরব।

এই বিষয়ে স্বল্প নোওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূর আলী বলেন, আমি কিশোরটিকে আটক করে পুলিশকে ডাক দিতে দিতেই কিশোরটি দৌড়ে পালিয়ে যায়।

বার্তা বাজার/এইচএসএস