ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে ভোটার উপস্থিতি তেমন না থাকায় দুপুরের রান্না-বান্নার আয়োজন করছেন কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার সদস্যরা।

বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয় এমন দৃশ্য চোখে পড়ে।

সাওরাইদ উচ্চ বিদ্যালয় মহিলা ও পুরুষ দুটি কেন্দ্র। এখানে ১০টি বুথে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৭৪ জন।

সহকারী রিটার্নিং ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৯০ ভোটকেন্দ্রের ৫৪৫টি কক্ষে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। উপজেলার মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ২০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪৩৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

বার্তা বাজার/এইচএসএস