ব্রাম্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ভোরের সাথীর উদ্যোগে চাল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে পৌরশহরের টেংকেরপাড়ে ভারের সাথীর সভাপতি আতিকুল হক আতিক সংগঠনের সদস্যদের নিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চাল ও ঈদ সামগ্রী বিতরণ করে।

এসময় তিনি বলেন, আমার ভাই নাজমুল হক ২০০২ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি হাঁটাচলা ও শরীরচর্চার পাশাপাশি প্রতি বছর ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৈশাখী উৎসব, পিঠা উৎসব, বনভোজন সহ বিভিন্ন সময়ে জাতীয় দিবস গুলোতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। দুর্যোগ মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে

আমাদের সংগঠন সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। এরই দারাবাহিকতায় বর্তমানে ব্রাম্মণবাড়িয়ায় বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মরহুম নাজমুল হক সহ মৃত এবং জীবিত সকল সদস্যগণের জন্য দোয়া করা হয়।