উপজেলার সীমান্তবর্তী বীরগ্রাম সিদ্দিকীয়া হাফেজিয়া নূরাণী মাদ্রাসা ও এতিম খানায় শিশু ও দুস্থ্যদের মাঝে বিজিবির ইফতার বিতরণ করা হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে এতিম শিশু,গবীর,দুস্থ ও সমাজের সুবিধাবঞ্চিত ২০০ জনের সাথে ইফতার সামগ্রী ভাগাভাগি করে নিলো ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.হামিদ উদ্দিন,বিজিবিএমএস,পিএসসি প্রত্যেকের কাছে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো.শাফায়াত জামিল অনব,সহকারি অধিনায়ক মোহাম্মদ শাহ আলম,সাবেক ইউপি চেয়ারম্যান মো.ফজলুর রহমান,মাদ্রাসার মুহতামিক হাফেজ মো.লোকমান হাকিম, শিক্ষক,সুধীজন এবং গণমাধ্যমকর্মী। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

এব্যাপারে লে.কর্ণেল মো.হামিদ উদ্দিন বিজিবিএসএম,পিএসসি বলেন,সীমান্তের গরীব দুঃখী জনগণকে সহায়তা দেয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প,বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী,শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।