সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় তানভীর হাসান (২২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩ মার্চ) বিকেল ৫ টার দিক উপজেলার ঝাটিবেলাই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) সুমা খাতুন বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১৫) এর ৫ (৩) ঝাটিবেলাই ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় তানভীর হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কামারখন্দ উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।