অনেক জল্পনা শেষে প্রধানমন্ত্রী হওয়ার দাবি থেকে সরে এলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে অন্য কোনো মন্ত্রণালয়েও পিপিপির বিজয়ী প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সদ্য সমাপ্ত জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের কাছে ভরাডুবির পর সরকারে যাওয়ার জন্য জোট গঠন নিয়ে কয়েক দিন ধরে দর-কষাকষি চলছিল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে। অবশেষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়েই না থাকার সিদ্ধান্ত দিয়ে দিলেন ৫৪ আসনে জয়ী পিপিপির প্রধান।

বিলওয়াল ভুট্টো এদিন জানান, কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে পিপিপির যেহেতু ম্যানডেট নেই তাই তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন না।

তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পিএমএল-এনকে সাহায্য করবেন জানিয়ে পিপিপি প্রধান বলেন, পিপিপি তার ইশতেহার অনুযায়ী চলবে। আমরা সরকারের অংশ হবো না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও আমাদের দল থেকে থাকবে না।

তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দেশকে সংকট থেকে বের করে আনা। আমাদের পাকিস্তানকে সমর্থন ও শক্তিশালী করতে হবে।

এদিকে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, পিএমডব্লিএম’র সঙ্গে জোট গঠন করে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করবেন তারা।

বার্তা বাজার/জে আই