রংপুরের মিঠাপুকুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ৩৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুরুন্নবীকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার(১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধার কোটা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ এক সাঁড়াশি অভিযান চালিয়ে নুরুন্নবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এইক উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধার কোটা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধার কোটা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ এক সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় ১০ বোতল ফেন্সিডিল ও ৩৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি নুরুন্নবীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদক কারবারি নুরুন্নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/জে আই