উঠে এসেছেন প্রত্যন্ত এক গ্রাম থেকে। ছিল না ইন্টারনেটও। জীবন বাঁচাতে কাজ করেছেন নৈশ প্রহরী হিসেবে। সেই শামার জোসেফের বোলিং বীরত্বে অস্ট্রেলিয়ায় ২৭ বছর পর টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ক্যারিবিয়ানদের জয় ৮ রানে।

রবিবার ২১৬ রানের টার্গেটে অজিদের দ্বিতীয় ইনিংস ২০৭-এ শেষ হয়। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো উইন্ডিজ। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেনে দিবা-রাত্রির ম্যাচটিতেও সহজে হেরে যাবে বলেই মনে করেছিলেন অনেকে। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা ৩১১ রানে অলআউট হয়।

জবাবে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল অলআউট হয়ে যায় ১৯৩-এ। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। দুই উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অজিরা জয়ের পথেই ছিলো।

কিন্তু চতুর্থ দিনে ক্যারিবিয়ান পেসার ৬৮ রানে ৭ উইকেট নিয়ে পাশার দান পাল্টে দেন। আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙ্গুলে চোট পাওয়া এই ফাস্ট বোলারের বোলিং করাটাই অনিশ্চিত ছিলো। স্মিথ ৯১ রানে অপরাজিত থাকেন।

বার্তা বাজার/জে আই