কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত পোনে ১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি পরিবারের ১৪ টি ঘর পুড়ে গবাদি পশুসহ প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজামেহার ইউনিয়নের মুন্সী বাড়ির হোসেন মুন্সীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মুরাদনগর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই মুন্সী বাড়ি ৭টি পরিবারের ১৪ টি ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়।

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তরা হলো, হোসেন মুন্সী, রফিক মুন্সী, সালাম মুন্সী, মোস্তফা মুন্সী, সোলমান মুন্সী, বিল্লাল মুন্সী ও আলীম মুন্সী।

এব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার কাছে জানতে চেয়ে একাধিকবার কল করা হলেও তিনি সাংবাদিকের মুঠোফোন নম্বর ব্লক করে রাখায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এম আই