ঝিনাইদাহের দুই ব্যবসায়ী রবিউল ইসলাম ঠান্ড ও এস এম কামরুজ্জামান হাদু রোববার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে জেলা শহরের পরিচিত মুখ এই দুই ব্যবসায়ী হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
ঝিনাইদহ ট বাজারের ব্যবসায়ী শহরের পরিচিত মুখ রবিউল ইসলাম ঠান্ডু থানা পাড়ার নুরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইস্তেখাপুর গ্রামে। তিনি রোববার সকাল আটটায় নিজবার ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অন্যদিকে ঝিনাইদা পোস্ট অফিস মোড়ে হাসান গার্মেন্টসের মালিক এস এম কামরুজ্জামান হাদু রোববার বেলা একটার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ঝিনাইদাহ পার্ক পাড়ার শেখ আওলাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাত গ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন।
এই দুই ব্যবসায়ের মৃত্যুতে ঝিনাইদাহ শহরে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন আসার পর ঝিনাইদাহ উজির আলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে জয়লা পৌর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বার্তাবাজার/এম আই