সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তামিমে দুই সতীর্থ সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের অভিনন্দন জানানোর বিষয়ে তিনি বলেন, ‘এখনও দুজনের কারও সাথে দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাক কি হয়।’

বিশ্বকাপের আগে সাকিব আল হাসান বলছিলেন চোট নিয়ে খেলা মানে দলের সাথে চিট করা। এ বিষয়ে মোটেও একমত নন তামিম। তিনি বলেন, ‘আমার মনে হয় না (চোট নিয়ে খেললে চিটিং করা হয় কিনা)।

ইঞ্জুরি এমন একটা জিনিসৃ এখনও বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। কেউ ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না সে খেলবে না। আমাদেরও একই।’