চট্টগ্রামে ১২টি সুন্দি প্রজাতির কচ্ছপসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন লালদিঘীর পশ্চিমপাড় এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ সুন্দি প্রজাতির কচ্ছপ বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২টি সুন্দি প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের মহেশখালী থানাধীন কালামারছড়া উত্তর নলবিলা গ্রামের মৃত সুকান্দ বিকাশ বড়ুয়ার ছেলে আদেশ বড়ুয়া (৫৫) এবং একই গ্রামের মৃত সলিন্দ বড়ুয়ার ছেলে রিপু বড়ুয়া (৩৭)। বুধবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারায় মামলা করা হয় বলে জানান, মুহাম্মদ ইসমাইল হোসাইন।

বার্তাবাজার/এম আই