কুমিল্লার মুরাদনগরে দরিদ্র ও শীতার্ত সহ্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
মুরাদনগর উপজেলা পরিষদের আয়োজনে শনিবার দুপুরে কবি নজরুল মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ুম খসরু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, প্রবীন আ’লীগ নেতা তারিকুল ইসলাম দিপু, মাসুকুল ইসলাম মাসুক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান, আবুল কালাম আজাদ, তৈয়বুর রহমান তুহিনসহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এর পূর্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর সাংসদ জাহাঙ্গীর আলম সরকার শনিবার সকালে মুরাদনগরে আসার পথে ইলিয়টগঞ্জ থেকে শুরু করে পথে পথে সর্বস্তরের জনতার ভালবাসায় সিক্ত হোন তিনি। তাকে একনজর দেখার জন্য পথে পথে জনতার ঢল নামে।
বার্তাবাজার/এম আই