নাটোরের লালপুর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছ পুলিশ। শনিবার সকালে লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন প্লাটফরমে চাদর মুড়িয়ে ঘুমানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে মৃতঅবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। স্থানীয়দের ধারনা আব্দুলপুর জংশন স্টেশন প্লাটফরম থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তি শীতজনিত কারণে মারা গেছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ময়না তদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানানো যাবে।
ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই হারুনুজ্জামান রুমল বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানানো যাবে।
বার্তাবাজার/এম আই