গত জুলাইয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। মেজর লীগ সকারে (এমএলএস) পাড়ি জমানোর পর পিএসজি অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। বলেন, প্যারিসে কাটানো দুই মৌসুমে সুখে ছিলেন না তিনি। তবে ক্লাব ছেড়ে দেয়ার পর মেসির মুখে পিএসজির সমালোচনা শুনে অসন্তুষ্ট দলটির সভাপতি নাসের আল খেলাইফি। ফরাসি রেডিও আরএমসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পিএসজিকে অসম্মান করেছে মেসি।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। ক্লাবটিতে দুই মৌসুম কাটান আর্জেন্টাইন সুপারস্টার। প্যারিসে কেমন ছিল মেসির পিএসজি অধ্যায়? এই প্রশ্নে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা কমই। যে ক্লাবে মেসির মতো মহাতারকাকে নিয়মিত দুয়ো শুনতে হয়েছে, সেখানে মেসির সুখে থাকার কথাও নয়। ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর আর্জেন্টিনা অধিনায়ক নিজের মুখেই এ কথা জানান। আরএমসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নাসের আল খেলাইফি বলেন, ‘আমরা তখনই কথা বলি, যখন সেখানে থাকি, চলে যাওয়ার পর কথা বলি না।

আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেয়া হলো না।’
খেলাইফি বলেন, ‘সে (মেসি) মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই। আমি চাই, খেলোয়াড়েরা সেখানে (পিএসজি) থাকতে কথা বলুক, চলে যাওয়ার পর নয়। এটা আমাদের ধরণ নয়।’

পিএসজি ছাড়ার পর মেসি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলাম। উপভোগ করিনি। শুধু বিশ্বকাপ জেতার মাসটা অসাধারণ কেটেছে, এছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল। আমি (ইন্টার মায়ামিতে) নতুন করে সুখটা খুঁজতে চাই, পরিবার সন্তানদের নিয়ে উপভোগ করতে চাই।’

অথচ মেসি যখন পিএসজিতে যোগ দেন, প্যারিসজুড়ে উৎসব লেগেছিল। আর্জেন্টাইন সুপারস্টারকে বরণ করে নিতে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে জনসমুদ্র তৈরি হয়েছিল, বিছানো হয়েছিল লাল গালিচা। তবে দুই বছর না পেরোতেই পুরো উল্টো চিত্র। চ্যাম্পিয়নস লীগ না জেতা এবং নানা কারণে মেসিকে দুয়ো দিতে থাকে পিএসজি সমর্থকরা।

পিএসজিতে টানা দুই মৌসুমে ফরাসি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি। লা প্যারিসিয়ানদের হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোলের সঙ্গে ৩৫টি অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বার্তা বাজার/জে আই