ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনির সরকার লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।
আনিসুর রহমান বলেন, ঢাক-৩ আসনে ১ শ ২৬টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮টি ভোট পেয়েছেন।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম আম প্রতীক নিয়ে ৬‘শ ৬৮ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ডাব প্রতীক নিয়ে ১ হাজার ৬১ ভোট পেয়েছেন, মুক্তিজোটের রমজান ছড়ি প্রতীক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন ও স্বতন্ত্র আলী রেজা ট্রাক প্রতীক নিয়ে ১ হাজার ৯‘শ ৫২ ভোট পেয়েছেন।
বার্তাবাজার/এম আই