দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ঈগল প্রতীক নিয়ে ১০ হাজার ৯ শত ৫৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

১৪৮টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারনে ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত রেখে ১৪৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার পেয়েছেন ৮৩ হাজার ৯শত ৭১ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এই আসনের দুই বারের সাংসদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।

এ আসনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার (ঈগল) প্রার্থী জয়লাভ করায় তার কর্মী সমর্থকরা আনন্দিত।

বার্তাবাজার/এম আই