প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

এছাড়ও ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় ও বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।

নতুন বছরের শুরুতে সকাল সকাল বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব, শীতের সকালকে আরও প্রানবন্ত করে তুলেছিলো। রাস্তায় কিংবা ফসলি ক্ষেতের রাস্তা জুড়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের। আবার অনেকেই নতুন বই নিয়ে ছবি তুলছে একত্রিত হয়ে।

কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী জানান, কামারখন্দ উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৩ হাজার ৬০০ পিচ নতুন বই বিতরণ কার্যক্রম চলবে।

বার্তাবাজার/এম আই