অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান অভিনেতা লি-সান কিয়ুনকে গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে একটি পার্কিং-এ গাড়ির ভিতর থেকে প্যারাসাইট সিনেমার এই জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সিউলের একটি পার্কে রাখা গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কোনো কারণ এখনো জানা যায়নি। তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন। একদিন আগে তার বাড়ি ছাড়ার খবর পেয়েছিল পুলিশ। বাড়ি ছাড়ার আগে একটি নোট লিখে গিয়েছিলেন তিনি।

গত অক্টোবর থেকে ৪৮ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মাদকগ্রহণের অভিযোগে তদন্ত চলছিল। এদিকে কোরীয় বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, লি-সান সিউলের একটি বারে একজন কর্মীর সঙ্গে মাদক গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই তারকা অভিনেতা তার বিরুদ্ধে ইচ্ছাকৃত মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছিলেন, জানিয়েছিলেন বারের নারী কর্মী তাকে যা সেবন করতে দিয়েছিলেন। তবে সেটি যে অবৈধ মাদক তা তার জানা ছিল না।

বার্তা বাজার/ জে আই